সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
জানুয়ারি ১৩, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত  (১২ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজধানির ভাটারা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে ভাটারা  থানার একটি মামলায় আদালতে পাঠানো হবে।

মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজনখানিক মামলা দায়ের করা হয়। এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি।

গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়কও।

আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করা হলে মোহাম্মদ সুজন হক বলেন, ‘না, আমাদের থানার যেহেতু মামলা তাহলে এখানকার আদালতেই পাঠানো হবে।’

দুদক জানায়, মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়।

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয় বাবু-কায়সারসহ সাবেক এসপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

সিন্ডিকেট বন্ধে বিকল্প কৃষিবাজার করা হবে: শ্রম উপদেষ্টা

হত্যাচেষ্টা মামলায় মতির সহযোগী স্বপন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে যৌতুকের দাবিতে নারী নির্যাতন

ডেঙ্গু প্রতিরোধে নাসিক ও জেলা স্বাস্থ্য বিভাগ ব্যর্থ: গণসংহতি

ডেঙ্গু প্রতিরোধে নাসিক ও জেলা স্বাস্থ্য বিভাগ ব্যর্থ: গণসংহতি

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

আমরা শহীদ জিয়ার আদর্শ ধারন করি,বিপ্লব ও সংহতি দিবসে-আশা

narayanganj express

সদর-বন্দরের ভরসার কেন্দ্রস্থল কালাম পরিবার