রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

জিমখানায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
ডিসেম্বর ২৯, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
আসামি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ৷

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে৷

হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ৷

পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জিমখানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

এর আগে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলম চান নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ৷

আলম চানকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায় বলে জানান ওসি নাছিরউদ্দিন৷

তিনি বলেন, হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে এবং তিন জন পুলিশ সদস্যকে কিল-ঘুষি মেরে আহত করেছে৷

“পরে অতিরিক্ত ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়৷ এ ঘটনায় মামলা হবে৷ মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের নির্দেশনা রয়েছে৷”

এর আগে গত ২২ অক্টোবর রাতে শহরের জিমখানা এলাকায় আরেক অভিযানে আসামির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন৷ ওই আসামি পুলিশকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যান৷

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত