শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

প্রশাসনের অনুমতি না পাওয়ায় পণ্ড হলো লালন মেলা

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
নভেম্বর ২৩, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি না পাওয়ায় পণ্ড হলো লালন মেলা

শহুরে কোলাহলমুক্ত ছায়াসুবিনিড় গ্রাম মধ্য নরসিংহপুর৷ নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের গ্রামটিতে গেল কয়েক বছরের মতো মরমি সাধক ফকির লালন শাহের ভক্তদের ‘মহতি সাধুসঙ্গ ও লালন মেলা’র আয়োজন করা হয়েছিল৷

শুক্রবার সন্ধ্যায় ‘গুরুকর্মের’ মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়ে দু’দিন ধরে চলতো লালনের সঙ্গীত চর্চা৷ দেশের বিভিন্ন জেলায় থাকা লালনভক্তরা আমন্ত্রিত৷ গান পরিবেশনের তালিকায় শফি মন্ডলের মতো বিশিষ্ট বাউল শিল্পী৷

কিন্তু শুক্রবার দুপুরে ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী’ প্রাঙ্গণে দেখা গেল অপ্রত্যাশিত চিত্র৷

শামিয়ানার জন্য মাটিতে পোঁতা বাঁশগুলোকে দেখা গেলেও গতরাতে টানানো ত্রিপলটি নেই৷ মুক্তিধাম আশ্রম প্রাঙ্গণে মলিন মুখে পায়চারি করছিলেন ফকির শাহ জালাল৷ অদূরে একটি চায়ের দোকানে দু’জন পুলিশ সদস্য বসা৷ চারদিকে চাপা আতঙ্কের আবহাওয়া৷

সাধুসঙ্গের এ আয়োজক জানালেন, সকালে ত্রিপল খুলে ফেলা হয়েছে৷ দূরদূরান্ত থেকে আসা লালনভক্তদের অনেকেই ফিরে গেছেন, বাকিরা প্রস্তুতি নিচ্ছেন৷ সাধুসঙ্গ ও লালন মেলা হবে না৷ এখানে কারও জড়ো হওয়া ও গানবাজনা নিয়ে প্রশাসনের নিষেধ রয়েছে৷

লালন মেলার এ আয়োজন নিয়ে গত এক সপ্তাহ ধরেই আতঙ্কে ছিলেন ভক্তরা৷ গত শুক্রবার এই লালন মেলাকে ‘ঈমান বিধ্বংসী’ উল্লেখ করে তা বন্ধের দাবিতে ‘কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে গ্রামটিতে বিক্ষোভ মিছিল করে একটি ধর্মীয় গোষ্ঠীর শতাধিক মানুষ৷

পরে মুক্তিধাম আশ্রমের অদূরে স্থানীয় একটি ঈদগাহে জড়ো হন তারা। সেখানে লালন মেলা বন্ধের ‘হুমকি’ দিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল৷

‘তৌহিদী জনতার’ পক্ষে কয়েকজন মুসুল্লি গত সোমবার জেলা প্রশাসকের কাছে এ মেলা বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছে৷

মেলা বন্ধের এ চেষ্টার প্রতিবাদ জানিয়ে বুধবার মানববন্ধনের আয়োজন করে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী৷ মানববন্ধনে সংস্কৃতি ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন৷

লালন মেলা বন্ধের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটও৷

প্রতিবাদে কাজ হয়নি, সাধুসঙ্গ ও লালন মেলার ওই আয়োজন করতে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়নি জেলা প্রশাসন৷ নিজ প্রাঙ্গণে সীমিত পরিসরে আয়োজন করতে চাইলেও প্রশাসনিক চাপে তা পারেননি বলে জানান ফকির শাহ জালাল৷

আশ্রমের সামনে বসা ফতুল্লা মডেল থানার দুই পুলিশ সদস্যের সাথে কথা হলে তারা জানালেন, এ সাধুসঙ্গ ও লালন মেলার বিরুদ্ধে দাঁড়িয়েছেন স্থানীয় কয়েকজন মুসুল্লি৷ প্রশাসনিকভাবেও পরে এ মেলার অনুমতি দেয়নি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা আশ্রমের সামনে অবস্থান করছেন৷

জানতে চাইলে মুঠোফোনে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “লালন মেলার জন্য অনুমতি চেয়েছিলেন আয়োজকরা৷ অন্যদিকে লালন মেলা বন্ধে মুসুল্লিদের একটি দল স্মারকলিপি দিয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় লালন মেলার আয়োজন করতে নিষেধ করা হয়েছে৷”

সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন পণ্ড হওয়ায় একদিকে যেমন মর্মাহত লালনভক্তরা অন্যদিকে হামলার আতঙ্কেও আছেন তারা৷

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ এর টহল কার্যক্রম শুরু

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে শেষ হলো মহানগর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি

সোনাগাঁয়ে মেঘনা গ্রুপের আগুন ৪ ঘন্টায় নিয়ন্ত্রণে

অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ, সবাই আস্থা হারাচ্ছি: বাম গণতান্ত্রিক জোট

সাংবাদিক রাজু আহমেদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে: সারজিস

মেয়াদ বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আসামি

জিমখানায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটে সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

পূর্বাচলের লেকে ভাসছিল অজ্ঞাত কিশোরীর মরদেহ