সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মো: শাহিন (৫১) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসীরা।
হামলার ঘটনায় চিকিৎসা শেষে আহত মো: শাহিন(৫১)‘র স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে হামলাকারী ১২ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-(১৮) ১৮-১১-২৪।
ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া সাকিনস্থ মুনলাইট চৌরাস্তা এলাকায়।
বৃস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান এঘটনায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।
হামলাকারী হলো- সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের আইলপাড়া এলাকার ফজলুল হক ফজলুর ছেলে সাকিব(২৫), করিমের ছেলে রহমান(১৯), মুরাদের ছেলে রিপন(২৪), আজগার আলী খোকনের ছেলে লিখন(১৯), জাহাঙ্গীর শেখ এর ছেলে মেহেদী(২০), খোকন শেখ এর ছেলে সিহাব(২১), ফয়সাল(২১) পিতা অজ্ঞাত, দুলাল(২৫), পিতা অজ্ঞাত, মনির হোসেন ওরফে পটকা মনিরের ছেলে হোসেন(২৫), মোকসেদ আলী ওরফে কেটুর ছেলে রিফাত(১৯), জাহাঙ্গীরের ছেলে মেহেদী(২২) ও মৃত আঃ বাতেন এর ছেলে শাহজাহান(৩৫)।
বাদী মামলার এজহারে উল্লেখ করেছেন বিবাদীরা ও আমরা একই এলাকায় বসবাস করি। আমার স্বামী সৌদি প্রবাসী। গত ২১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসে। সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া সাকিনস্থ আমাদের বাড়ীতে বিল্ডিং নির্মানের কাজ করি। বিবাদীরা আমার স্বামী মো: শাহিনের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গত ১৫ নভেম্বর আনুমানিক রাত ১২টায় সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া সাকিনস্থ মুনলাইট চৌরাস্তায় আমার স্বামীকে একা পেয়ে তার পথরোধ করে রাস্তার মধ্যে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম হয়। এছাড়াও সন্ত্রাসীরা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে পিঠে ও বাম হাতের ২ জায়গায় মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করে।
এসময় হামলাকারী অন্যান্যরা লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি হামলা করে, এক পর্যায়ে প্রবাসী শাহিনের গলায় ব্যবহার করা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের লকেট সহ একটি স্বর্নের চেইন, যার মূল্য ২ লক্ষ টাকা। তার ডান হাতের আঙ্গুলে থাকা ২ টি স্বর্নের আংটি যার ওজন ১ ভরি ৮ আনা, মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। তার প্যান্টের পকেটে থাকা ম্যানিব্যাগ সহ নগদ ৮২ হাজার টাকা ও বিদেশী ১০০ ডলার ছিল বাংলাদেশী ১২ হাজার টাকা, সৌদি আরবের ১ হাজার রিয়াল বাংলাদেশী ৩২ হাজার টাকা এবং প্রাইম ব্যাংকের একটি কেডিট কার্ড, একটি প্রবাসী কল্যান কার্ড ও একটি ডাইভিং লাইসেন্সসহ জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও তার ব্যবহৃত ৭২ হাজার টাকা মূল্যের একটি বিদেশী স্মার্ট ফোন ও ৩ লক্ষ ৯০ হাজার টাকা দামের একটি মটর সাইকেল, রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৬৪-০২০২। হামলাকারীরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
একপর্যায় আমার স্বামীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসিলে হামলাকারীরা আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করা সহ প্রান নাশের হুমকী ধমকি দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় প্রথমে খানপুর ৩০০ শর্য্যা বিশিষ্ট্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডা: তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে আমার স্বামী কিছুটা সুস্থ্য হলে এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।