সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে মিলল যুবকের গলা কাটা মরদেহ

সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।
নিহত শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়াটিয়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আমতলা খিঁলপাড়া এলাকার শুক্কুর আলীর বউমারা খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে সাদা পায়জামা ও খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, জালকুড়ি এলাকায় মরদেহটি পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সাথে সাথে আসি। এসে দেখি গলাকাটা অবস্থায় ভিকটিম পড়ে আছে। এরপর সিআইডি ও পিবিআই এর টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করার পর ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *