রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

নতুন করে কেউ কেউ গডফাদার হওয়ার পাঁয়তারা করছে: রফিউর রাব্বি

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
নভেম্বর ১৭, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, নারায়ণগঞ্জে আগের মাফিয়ারা বিতাড়িত হওয়ার পর নতুন করে কেউ কেউ মাথাচাড়া দিয়ে গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। গত ১৬ বছর আওয়ামী লীগের দুশাসনের সময় নারায়ণগঞ্জের মানুষ দুর্বিষহ অবস্থায় ছিল। যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নারায়ণগঞ্জের মানুষ, আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রম করেছি। কেউ যদি মনে করে, গডফাদার বিতাড়নের পরে আবার তারা সেই জায়গা দখল করে ফেলবে; এটি সম্ভব হবে না।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়া কালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এরকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি, ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কোন কোন নেতা টাকা খাচ্ছে আমাদের কাছে রিপোর্ট রয়েছে। টার্মিনালেন দোকান থেকে প্রতিদিন ৫০ টাকা, ভ্যান থেকে ১০০ টাকা করে নিচ্ছে। ওমুক মুক্তি পরিষদের ব্যানারে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলছে।

জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আপনার। ব্যবস্থা গ্রহণ করেন। নারায়ণগঞ্জের মানুষ যাতে আর কোনো দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি না হয় সেই উদ্যোগ গ্রহণ করেন নারায়ণগঞ্জের মানুষ আপনার সাথে আছি। আপনার কাছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী রয়েছে। নতুন করে নারায়ণগঞ্জে যাতে কোনো মাস্তান, মাফিয়া গড়ে উঠতে না পারে সে উদ্যোগ গ্রহণ করবেন আমরা আপনাদের পাশে থাকবো। নারায়ণগঞ্জের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায়ের ঐতিহ্য রয়েছে। আমাদের প্রত্যয় ঘোষণা করছি, আমরা মাঠ ছাড়ছি না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাঘর আসরের জেলা কমিটির সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, বাসদের জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কেন্দ্রীয় বিএনপির র‍্যালিতে না’গঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিরার অংশগ্রহণ

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

শহরের জিমখানায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বন্দরের কুখ্যাত মাদক কারবারী ডিস মনির ও ফাতেমা মাদকসহ আটক

নারায়ণগঞ্জ সদর মডেল থানা

সদরে গ্রেপ্তার ৩, পুলিশের দাবি ডাকাতির পরিকল্পনা করছিল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ফতুল্লায় ‘তর্কের জেরে’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে সাত টুকরো করে হত্যার ঘটনায়, বান্ধবী গ্রেফতার

রূপগঞ্জ

রূপগঞ্জে দুই যুবদল নেতাকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান