শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
নভেম্বর ১৫, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড-কাউন্টার অপসারণ এবং অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল এগারোটায় শহরের লিংক রোড থেকে শুরু করে চাষাড়া মোড় ও বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মো. আব্দুল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় শহরের সড়কে চলাচলকারী বেশকিছু ফিটনেস বিহীন বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক আটক ও ডাম্পিং করাসহ হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়াও শহরের চাষাড়া লিংক রোডে অবৈধ কাউন্টার ও স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়।

অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে না এলে  শহরে চলাচলকারী সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, নারায়ণগঞ্জ যানজট নিরশনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআরটিএ মিলে আমরা একটি যৌথ সভা করেছি। সে মিটিংয়ে বিভিন্ন বাস মালিক সমিতি ও শ্রমিকবৃন্দ এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আজকে থেকে শহরের যে সকল অবৈধ যানবাহন ও স্ট্যান্ড রয়েছে আমাদের অভিযান শুরু। যে সকল যানবাহনের কাগজপত্র নেই সেগুলোকে ডাম্পিং করা হচ্ছে এবং কিছু কিছু যানবাহনকে মামলা দেয়া হচ্ছে এবং অটোরিকশাগুলোকে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ কিছু বাসের অবৈধ স্ট্যান্ড ও কাউন্টার রয়েছে এগুলোকে আমরা বলে দিয়েছি ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয়েছে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শহরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না।

সেই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা সে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত
স্বৈরাচারীরা আর নারায়ণগঞ্জে রাজনীতি করতে পারবে না: গিয়াস

স্বৈরাচারীরা আর নারায়ণগঞ্জে রাজনীতি করতে পারবে না: গিয়াস

বন্দরে ৫ ইটভাটাকে জরিমানা, বন্ধের নির্দেশ

অচিরেই নির্বাচনী রূপরেখা ঘোষণা করুন : নজরুল ইসলাম আজাদ

নগরীতে দখলদারিত্ব, লুটপাট ও বাজার সিন্ডিকেট বিরুদ্ধে সিপিবির গণসমাবেশ

চাঁদাবাজি নিয়ে মাসুদের স্ট্যান্ডবাজি, সংবাদ সম্মেলনে চেম্বার সদস্যরা

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আ.লীগকে গিয়াসউদ্দিন ‘পাপের বোঝা এতো ভারি যে, রক্ষা পাবেন না’

ওসমান পরিবারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল

ওসমান পরিবারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল : রফিউর রাব্বি

রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যা মামলায় এক যুবককে আটক

সাংবাদিক রাজু আহমেদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ