সিদ্ধিরগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার

রাজনীতি সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজ-কর্ম করে দলের ভাবমূর্তী বিনষ্ট করার কারণে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া ও (২) সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খোকনকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। এই বহিস্কার আদেশ জারি হওয়ার সাথে সাথে কার্যকর হবে।

প্রসঙ্গত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিড (বিডি) নিটওয়্যার লিমিটেড গার্মেন্টসের ট্রাক থামিয়ে পাঁচলাখ টাকা মূল্যের ফেব্রিক ও টিশার্ট লুটপাটের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার ৩ নভেম্বর গার্মেন্টসের এইচআর এন্ড কমপ্লেক্স ম্যানেজার আবু মাহজুয়া শাহ (৪৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন (৩৫), মো. নুরুজ্জামান (৩০), মো. দিদার (২৫), মো. ডাবুল (২৮), মো. বাবুল (৩০) সহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।

বাদী আবু মাহজুয়া শাহ জানান, গত ২৭ অক্টোবর গার্মেন্টস থেকে বের হওয়ার পর কোম্পানির গাড়ি থামিয়ে আসামিরা ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে আসামিরা ট্রাকটি ভাংচুর করে ও ট্রাকে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় দেলোয়ারকে সকালে গ্রেপ্তার করা হয়। তবে তিনি দুপুরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *