নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে সংস্কারকাজ শুরু নভেম্বরে

জনদুর্ভোগ জেলাজুড়ে

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংস্কারকাজ শুরু হচ্ছে নভেম্বর মাসে। দ্রুত পাসপোর্ট অফিসটি চালু করার জন্য এরই মধ্যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে।

আগুনে পুড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত তিন মাস ধরে এ কার্যালয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট করতে আগ্রহী গ্রাহকসহ অন্যান্য সেবা গ্রহীতারা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া আগুনে ৮ হাজার পাসপোর্ট পুড়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ওই গ্রাহকরাও। এ অবস্থায় দ্রুত পাসপোর্ট অফিস চালু করার দাবি জানান জেলাবাসী। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক আমাদের সময়কে জানান,

আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবনটি সংস্কারের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের কার্যক্রম আবার চালু হবে। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ ভবনটি সংস্কারের জন্য এরই মধ্যে সব প্রক্রিয়া শুরু করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ আমাদের সময়কে জানান, পাসপোর্ট অফিসের সংস্কারকাজের জন্য বাজেট তৈরি করে সেটি অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুয়েক দিনের মধ্যে সেটির অনুমোদন হলে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহেই অর্থাৎ নভেম্বরের মধ্যেই কাজ শুরু করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *