ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ যুব সংগঠক সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত

অন্যান্য জেলাজুড়ে সারাদেশ

স্টাফ রিপোর্টার ঃ ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ (ওয়াইসিবি) এর সভাপতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব ব্যক্তিত্ব ও জাতীয় যুব স্বেচ্ছাসেবক পুরস্কারপ্রাপ্ত সংগঠক সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৬৪ জেলার ৬৪ জন ইয়ুথ এম্বাসেডর এবং তারই পাশাপাশি ৮টি বিভাগের জন্য ৮জন ডিভিশনাল এম্বাসেডর মনোনীত করা হয়েছে।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সম্প্রতি রাজধানী ঢাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ যুব সংগঠন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ (ওয়াইসিবি) এর ৭৫ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ২০২৫-২৬ মেয়াদের জন্য সভাপতি ও মহাসচিব ছাড়াও অন্যান্য ৮টি বিভাগের বিভাগীয় ডিভিশনাল এম্বাসেডর নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগে শ্রেষ্ঠ যুব সংগঠক এম এ মান্নান ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগে রোটারীয়ান ফরহাদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক খোরশেদ আলম, রাজশাহী বিভাগে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক ফায়জুর কবির, রংপুর বিভাগে অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, খুলনা বিভাগে ই¯্রাফিল বয়াতি, সিলেট বিভাগে ড. জাহিদ আহমেদ চৌধুরী ও বরিশাল বিভাগে শাকিল হাওলাদার রনি।

জাঁকজমকপূর্ণ মনোরম পরিবেশে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাসিক আহমেদ, আইসিএমইবি এর সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ও এফসিএমএ’র বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলমগীর খান প্রমুখ।

ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ৬৪ জেলার ডিষ্ট্রিক এম্বাসেডর ও ৮ বিভাগের ডিভিশনাল এম্বাসেডরদের নিয়ে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ওয়াইসিবির ন্যাশনাল ইয়ুথ সামিটে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের কর্মসূচী এবং জেলা গুলির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উক্ত নব-নির্বাচিত কমিটির দায়িত্বশীল সভাপতি-মহাসচিবসহ ৮ বিভাগের বিভাগীয় এম্বাসেডরদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও ও বিভিন্ন যুব সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *