বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ডে লিফলেট বিতরণ

জেলাজুড়ে রাজনীতি সিদ্ধিরগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সিদ্ধিরগঞ্জে পাড়া মহল্লায় জনগনের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা হাজ্বী মো: কবির হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের হাউজিং এলাকা, ছাপা কারখানা, কসাইপাড়া, কোনাপাড়া, আজিবপুর, আটিগ্রাম, খালপাড়, আটি ওয়াপদা কলোনি সহ এলাকার পাড়া মহল্লায় জনগনের কাছে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কালে ধানের শীষের পক্ষে তারেক রহমানের সালাম এবং অধ্যাপক মামুন মাহমুদের সালাম জনগনের মাঝে পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজি মারুফ, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, বিএনপি নেতা মনিরুজ্জামান, রওশন আহমেদ, সাবেক ছাত্রদল নেতা ও ৪নং ওয়ার্ড বিএনপি নেতা নাসির মাহমুদ, কৃষক দল নেতা আব্দুল মান্নান, শ্রমিক দল নেতা আলাউদ্দিন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, যুবদল নেতা ইব্রাহিম, ছাত্রদল নেতা সম্রাট হোসেন, জহির হোসেন, মোহাম্মদ আলী, আলী হোসেন, মজিবর, মিলন হোসেন, কৃষক দল নেতা সাব্বির আহমেদ, মহিউদ্দনসহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *