ডেমরা থানার আ’লীগ নেত্রী রজনী আক্তার তুশি ইয়াবাসহ নারায়ণগঞ্জে আটক

আইন আদালত ইতিহাস জাতীয় জেলাজুড়ে ফতুল্লা সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৪ মে) রাত ৮টায় তাকে ইয়াবাসহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা স্থানীয় এলাকাবাসী।

আটক করার সময় স্থানীয় এলাকাবাসী আওয়ামী লীগ নেত্রীর কাছে ইয়াবাসহ সেবনের সামগ্রী উদ্ধার করে বলে জানা যায়। পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুশিকে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। তিনি জানান, “রজনী আক্তার টুসি প্রায় তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ি ঘেরাও করে এবং থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।”

রজনী আক্তার টুসি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও আবুল কাশেমের মেয়ে।

এদিকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলার আসামি টুসি। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি আরও জানান, “আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় পৌঁছালেই রজনী আক্তার তুশিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে শনিবার রাতেই টুসিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *