সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত, গ্রেফতার ৪।

আইন আদালত ক্রাইম সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ খান পায়েল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মো. শামীমের ছেলে।
নিহত আব্দুল্লার বাবা শামীম বলেন, ‘শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানকার চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।’
এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সঙ্গে ঢাকায় ওয়ার্কশপে কাজ করত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে ধনকুন্ডা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম বলেন, ‘কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনায় হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘেষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় ১। মোঃ হৃদয় (৩০) ২। মোঃ সাব্বির (১৮) ৩। আল আমিন (২০) ৪। মোঃ জাহিদ (১৮) নামে একজনকে আটক করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *