সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজনীতি সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বুধবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিনউদ্দিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, আওয়ামী লীগ কর্মী আনার হোসেন, মৃদুল মিয়া ও শহিদুল্লাহ মিয়া।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এক জোট হয়ে গত ৪ আগস্ট আগ্নেয়ান্ত্র, পিস্তল, শটগান, ককটেল ও লাঠিসোটা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সিনহা গার্মেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণসহ যান চলাচল বিঘ্ন ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে পথচারী শফিক মিয়া গুলিতে মারা যান। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *