যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায়

জেলাজুড়ে সদর

নারায়ণগঞ্জ নগরীতে যানজট নিরসনকল্পে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার ৯ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর সাদিয়া আক্তার।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে চাষাড়া মোড়, বিবি সড়ক, মীর জুমলা সড়কসহ এসকে রোডে অবৈধভাবে পার্কিং করা গাড়ি উচ্ছেদ করা হয় এবং সাধারণ জনগণকে সড়ক ব্যবহার ও পার্কিং বিষয়ে সচেতন করা হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *