নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে এক মামলায় মো. স্বপন (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাশিল্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
স্বপন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন৷ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি মতিউর রহমান৷
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার স্বপন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি৷ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷
আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন ফতুল্লার রঘুনাথপুরের বাসিন্দা আরিফ মিয়া৷ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সম্প্রতি তিনি আদালতে মামলার আবেদন করেন৷ পরে মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় রেকর্ডের জন্য নির্দেশ দেয় আদালত৷
আদালতের নির্দেশে গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১৪৫ জন এজাহারনামীয় ও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়৷ মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান৷ একই মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকেও আসামি করা হয়েছে৷
এ মামলার ৭১ নম্বর আসামি গ্রেপ্তার যুবলীগ কর্মী স্বপন৷ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি শাহীনূর৷