সোনারগাঁ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ক্রাইম জেলাজুড়ে সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে পৌরসভার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গাজী আমজাদ হোসেন পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন দায়িত্ব পান। তিনি সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ঠজন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় এজহারভুক্ত আসামি গাজী আমজাদ হোসেন। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমজাদকে হত্যা মামলায় আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *