প্রতারণা

সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, ধর্ষণ ও অর্থ আত্মসাৎ, যুবক গ্রেফতার

আইন আদালত ক্রাইম ঢাকা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) ভোরে আড়াইহাজার থানার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী নারীর অভিযোগে জানা যায়, প্রায় এক বছর আগে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে গেলে ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় ফয়সাল সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ও ভুয়া আইডি কার্ড দেখিয়ে তার বিশ্বাস অর্জন করে। পরে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং চলতি মাসের ৯ আগস্ট ১ লাখ টাকা আত্মসাৎ করে ময়মনসিংহে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার নির্যাতনও চালায়। ঘটনা প্রকাশ হলে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেয় ফয়সাল। অবশেষে ২১ আগস্ট সকালে কৌশলে ভাইকে ফোন করে বিষয়টি জানান ওই নারী। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং ফয়সালকে গ্রেফতার করে। অভিযানকালে একটি ভুয়া সেনা আইডি কার্ড, আর্মি ব্যাগপ্যাক, সেনা রঙের টি-শার্ট ও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, ফয়সাল দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রী ও অসহায় নারীদের টার্গেট করে প্রতারণা চালাতেন। এর আগে গোপালগঞ্জের এক স্কুলছাত্রীকে বিয়ে করা ছাড়াও ময়মনসিংহে প্রবাসীর স্ত্রীকে তালাক করিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শাহবাগ ও তুরাগ থানায়ও একাধিক মামলা আছে বলে জানান তিনি। বর্তমানে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *