সাত তারিখের মধ্যে বেতন পরিশোধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চৌধুরী বাড়ি পিএম নিট এপারল্যেস গার্মেন্টসের শ্রমিকরা। রবিবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চাষাড়া-আদমজী-শিমরাইল পুরাতন সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা।
আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলো হলো, প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ, অর্জিত ছুটির টাকা প্রদান ও অন্যায় ভাবে চাকরি চ্যুত না করা, মাতৃত্বকালিন সুবিধা প্রদান করা,হাজিরা বোনাস চারশত টাকা থেকে আটশত টাকা করা, অতিরিক্ত কর্ম ঘন্টার খাবারের টাকা বৃদ্ধি করা, দাবির কারণে কোন শ্রমিককে হয়রানি বা মিথ্যা মামলা না দেওয়া ও অনুপস্থিত এর বেশি হাজিরা না কাটা।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। বিকেল পর্যন্ত অবস্থান নেওয়ার পর তারা রাস্তা ছেড়ে দিয়েছে। সেনাবাহিনী ও পুলিশ মিলে মালিকের সাথে কথা বলেছে। মালিক আশ্বাস দিয়েছে তারা শ্রমিকদের দাবি মেনে নিবে।