সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

ক্রাইম জাতীয় জেলাজুড়ে ঢাকা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
এসময় গাড়ী থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ফারুক হাসান নামে শাহীন আল মামুনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ জানান, এই গাড়িটি শাহীন আল মামুনের। এ গাড়ীতে তল্লাশী করে দেশীয় অস্ত্র ও মাদকসহ চালককে আটক করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ী আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী সাহেব আলী ও ভাঙ্গারী মিলনের শেল্টারে একটি সংঘবদ্ধ অপারাধী সিন্ডিকেট কিশোরগ্যাং সদস্যদের ব্যবহার করে নাসিক ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই অপরাধীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রতিদিনই এই অপরাধীরা অস্ত্রের মুখে অপরাধ করে বেড়াচ্ছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *