সিদ্ধিরগঞ্জে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আইন আদালত ক্রাইম জাতীয় জেলাজুড়ে সারাদেশ সিদ্ধিরগঞ্জ

শনিবার (৩১ মে) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে মফিজ উদ্দিন ওরফে মজু মিয়ার খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ময়লার স্তূপে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত সনাক্ত হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *