ঘুষ বাণিজ্যের

সিদ্ধিরগঞ্জে ভূমি জরিপের নামে ঘুষ বাণিজ্য, অবরুদ্ধ ২ কর্মকর্তা

আইন আদালত ক্রাইম জাতীয় জেলাজুড়ে সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে দিয়েছে সিদ্ধিরগঞ্জের ছাত্র-জনতা।

বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় তাদের ৬ ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো: মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।

ভুক্তভোগী শাহজালাল বলেন, ‘আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করি। আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে তারা। পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দেই। তারা এখন আরো টাকা দাবি করে।’

আরেক ভুক্তভোগী কামাল মিয়া বলেন, ‘আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায় তারা। পরবর্তী সময়ে আমাকে বলে দেয় ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেয়াতে আমার কাজ হয়নি। তাই আমরা এলাকাবাসী তাদের অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিকভাবে করে দেয়ার জন্য। যাদের থেকে টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে।’

হিরাঝিল ৪ নম্বর গলির বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ‘ভূমি জরিপের কাজ করতে হলে ২০ হাজার টাকা লাগবে। টাকা না দিলে কোনো কাজ হবে না বলে জানানো হয়।’

অবরুদ্ধ থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো: মহসিন আলী সরদার বলেন, ‘আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। এখানে কারা টাকা নিয়েছে তাও আমার জানা নেই। আমি কাউকে চিনি না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘ডিজিটাল সার্ভের নামে অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা। সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীসহ আমরা ছাত্র-জনতা তাদের অবরুদ্ধ করে রেখেছি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।‘

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে অবরুদ্ধদের এবং ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত শুনে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *