সিদ্ধিরগঞ্জে সাইলোগেইট এলাকায় একটি ভবনের নির্মান কাজ করতে গিয়ে দেয়াল ধসে মুরাদ হোসেন (৩৫) নামে এক শ্রমিকে মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভবন মালিকপক্ষ। রাজ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনের বাড়ির কাজ করার সময় গত বুধবার(৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় রাত ৯ টার দিকে। পরে খবর পেয়ে রাত ১০ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
নিহত মুরাদ হোসেন ভোলা জেলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আজাহার হোসেনের ছেলে।
জানা গেছে, সাইলোগেট এলাকার মৃত হেকিম মিয়ার ছেলে রাজ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনের বাড়ির কাজ করছিলে কয়েক জন নির্মাণ শ্রমিক। এসময় একটি দেয়াল ধসে পড়ে। তখন দেয়ালের চাপায় পড়ে মুরাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে এঘটনা ধামাচাপা দিয়ে পুলিশকে না জানিয়ে গোপনে লাশ নিহতের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে ভবন মালিকপক্ষ। কিন্তু স্থানীয় একটি মহল আপত্তি করলে তাদের ম্যানেজ করতে শুরু হয় দেনদরবার। দিন পেরিয়ে সন্ধ্যা হলেও তাদের দেনদরবার শেষ হয়নি। পরে রাত ৮ টার দিকে আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখায় বৈঠক বসার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশ জেনে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ঘটনা ধামাচাপার চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরই মধ্যে ঘটনাটি জেনে যায় গণমাধ্যমকর্মীরা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
এবিষয়ে জানতে মো. আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধর করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পারি, কাজ করার সময় দেয়াল ধসে পড়ে ছিল। তখন দেয়ালের চাপায় পড়ে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।