সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় কদমতলী এলাকার ফয়সাল আহমেদের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নীলফামারীর ডিমলা থানার দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ বর্মন (৩৫) ও একই থানার পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নিল দাস (৬০)। দুজনেই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চারতলা ভবনে লোহার অ্যাঙ্গেল ওঠানোর সময় সেটি পাশের সার্ভিস তারের সঙ্গে স্পর্শ করে। ফলে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *