সিদ্ধিরগঞ্জে থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আইন আদালত ক্রাইম জেলাজুড়ে ঢাকা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে র‍্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযানে ১টি বিদেশি রিভলভার (যার বডিতে Made in England লেখা রয়েছে), ১টি বিদেশি ফ্লেয়ার গান, ২ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো— খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)। তিনজনই সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, তারা অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাদের কাছে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্রও নেই।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে খোরশেদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি তিনি একটি মামলায় জেল খেটে বের হয়েছেন। আর অন্য দু’জন রিপন ও জয় তার সহযোগী। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *