সিদ্ধিরগঞ্জে জমির নির্মাণ কাজে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

আইন আদালত ক্রাইম জাতীয় জেলাজুড়ে ঢাকা সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,সিদ্ধিরগঞ্জে জমির সীমানা নির্মাণ কাজে বাঁধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে জনৈক ইলিয়াস ও ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিমা আক্তার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, জালকুড়ি মৌজাস্থিত তার ১৬.৫০ শতাংশ জমি জবরদখল করতে বিবাদীরা দীর্ঘদিন যাবৎ পায়তারা করছে। এর ধারাবাহিকতায় বিবাদীরা প্রায়ই ভুক্তভোগীকে উক্ত জমিতে প্রবেশ করতে বাধা প্রদান, হুমকি-ধামকি প্রদান, গালমন্দ করাসহ নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বুধবার (১৪ মে) উক্ত জমিতে সাইনর্বোড স্থাপন ও সীমানা প্রাচির নির্মানের সময় বহিরাগত লোকসহ বিবাদীরা সাইনবোর্ড ফেলে দেয়। এসময় বিবাদীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *