সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত লিটন ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

ক্রাইম জেলাজুড়ে সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত লিটন ওরফে লিটা (৩০) কে আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (১৭ মে) সন্ধ্যায় আড়াইহাজার থানাধীন পায়রা চত্তর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপরাধ সংঘটনের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত লিটন ওরফে লিটা সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার স্বর্ণকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মৃত দেলোয়ার হোসেন।

র‍্যাব জানায়, ভুক্তভোগীর স্বামী স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ভাড়া থাকতেন। একই এলাকায় বসবাস করতেন তার আত্মীয় লিটন। আত্মীয়তার সম্পর্ককে কাজে লাগিয়ে লিটন ভিকটিমকে কুপ্রস্তাব দিত এবং ভয়ভীতি প্রদর্শন করত।

গত ১৪ মে ভোরে ভিকটিমের স্বামী নাস্তা আনতে বাইরে গেলে লিটন টিনের চাল উঁচিয়ে ঘরে প্রবেশ করে। এরপর মুখ চেপে ধরে শয়নকক্ষে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-১১ এর একটি চৌকস দল তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে লিটনকে গ্রেফতারে অভিযান শুরু করে। গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *