রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন ডা. সাবরিনা

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
জানুয়ারি ১৯, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

করোনার টিকা জালিয়াতির অভিযোগে আলোচিত বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা হুসেন মিষ্টি সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন। সাবরিনা অভিযোগ করে বলেন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ফোন করে তাকে আনঅফিসিয়ালি যেতে বলেছিলেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবরিনা বলেন, ‘আমার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালী ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। এরপর একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন। তবে ওনার উদ্দেশ্য কী ছিল তা জানা নেই।’

তিনি বলেন, ‘পরে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেয়া হলো সেবার তার সাথে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিক্যাল কলেজ এবং কততম বিসিএস? এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেফতার করলেন।

ডা. সাবরিনা বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল, তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। অথচ এই মামলায় আমি কোনো এজাহারের আসামি ছিলাম না। আমি কোনো মূল আসামি না। আমার সাথে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। তাছাড়া যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই প্রতিষ্ঠানেরও কোনোকিছুতে আমি জড়িত ছিলাম না।’

নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে পছন্দ করতেন। সেটা সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন। আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে, রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখিয়েছেন। আমি মনে করি, এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা।’

ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় সেলিম আহমেদ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম রানা। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আওতায় দুই শতাধিক রোগীকে ডা. সাবরিনা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত
রূপগঞ্জে ডাকাতির মামলায় ছাত্রদলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জে ডাকাতির মামলায় ছাত্রদলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৪

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

বন্দরে ৫ ইটভাটাকে জরিমানা, বন্ধের নির্দেশ

সাধুসঙ্গ ও লালন মেলা বন্ধে ৭১ সংগঠনের প্রতিবাদ

নৌবিহারে পুনর্মিলন ,ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ

ফতুল্লায় ‘তর্কের জেরে’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

narayanganj express

নতুনভাবে মহানগর বিএনপির হাল ধরতে যাচ্ছেন কালাম পরিবার

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে শেষ হলো মহানগর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে সানারপাড় সরকারি প্রাথমিক স্কুলের ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

মহানগর যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন