শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জেলাজুড়ে সদর

আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমলেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্দ শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে বাস মালিকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।

শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলেও আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন।

ছাত্রনেতারা বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া কমানোসহ তিন দাবিতে গত ২৮ অক্টোবর থেকে আন্দোলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এবং হরতালের ডাক দেয়। যার মধ্যে একটি দাবি ছিল শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করা। তাদের সাথে সংহতি জানিয়ে এ আন্দোলনে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করি। শনিবার জেলা প্রশাসন থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। ডিসি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের জন্য হাফপাসের ব্যবস্থাও থাকবে। আমরা এই ঘোষণার সাধুবাদ জানাই এবং যাত্রী অধিকার ফোরাম হরতাল প্রত্যাহার করে নেয়।’

কিন্তু শিক্ষার্থীদের ‘হাফপাসের’ বিষয়টি বাস্তবায়ন হয়নি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘সোমবার থেকে ডিসির নির্দেশনা কার্যকর হবার কথা ছিল। কিন্তু বাস মালিকরা ভাড়া কমালেও শিক্ষার্থীদের হাফপাস কার্যকর করেনি। সকালে শিক্ষার্থীরা বাস কাউন্টারে গেলে তাদের বলা হয়, মালিকরা এ বিষয়ে তাদের কোনো নির্দেশনা দেয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। এ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিবে বলে আশা করি।’

২৪ ঘন্টার মধ্যে ‘হাফপাস’ কার্যকর না হলে আন্দোলনের নামারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাসিমা সরদার, জেলা ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রিফাত ইমতিয়াজ অয়ন্ত, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, ‘আমরা বাসমালিকদের হাফভাড়া নেওয়ার জন্য বলেছি। তারা কেন বিষয়টি কার্যকর করেননি, সে বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) তাদের নিয়ে বসবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *