র্যাব সেজে ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর একটি আভিযানিক দল। আটককৃতের নাম মো. আব্দুল হক স্বপন (৪৫)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরা থানাধীন আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ১৪ জানুয়ারি আবু হানিফ ও রাজিব ভূঁইয়া নামে দুজন দুবাই প্রবাসী এয়ারপোর্ট থেকে গুলিস্তান হয়ে গণপরিবহনে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওডালায় পৌঁছালে একটি সাদা রঙের হাইয়েস গাড়ি তাদের বহনকারী বাসটির গতিরোধ করে।
পরে কয়েকজন ব্যক্তি বাসে উঠে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করে এবং তাদের নামিয়ে নিয়ে যায়। এরপর তাদের জোরপূর্বক হাইয়েস গাড়িতে তুলে হাত-পা বেঁধে মারধর করা হয়।
অভিযুক্তরা ভুক্তভোগীদের সঙ্গে থাকা বিদেশি মুদ্রাসহ মোট ২১ লাখ ৩৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, তিনটি পাসপোর্ট এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরবর্তীতে প্রায় তিন-চার ঘণ্টা বিভিন্ন স্থানে ঘোরানোর পর সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মো. আব্দুল হক স্বপনকে মঙ্গলবার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে, উক্ত চক্রের আরেক সদস্য বশির আহমেদ (৫২) কে র্যাব-১১ গত ৩ ফেব্রুয়ারি আটক করেছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি পর্নোগ্রাফি মামলা এবং কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতি মামলা রয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।