রাষ্ট্রপতিকে অপসারণ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

জাতীয় রাজনীতি

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। তাঁরা বলেছেন, আগে রাষ্ট্রীয় ভাষণে রাষ্ট্রপতি সাবেক অবৈধ প্রধানমন্ত্রীর কথিত পদত্যাগপত্র প্রাপ্তির কথা দেশবাসীর সামনে স্বীকার করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তা অস্বীকার করেছেন। এটা স্ববিরোধিতা এবং তাতে তিনি শপথ ভঙ্গ করেছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব আরও বলেন, ‘আমরা ফ্যাসিস্ট হাসিনার বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে জুলাই বিপ্লবের শত্রু মনে করি এবং তাঁর দ্রুত অপসারণ দাবি করছি।’
জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে যারাই ‘গাদ্দারি’ করবে, তারাই গণশত্রু হিসেবে প্রত্যাখ্যাত হবে বলে মন্তব্য করেন হেফাজতের নেতারা।

হেফাজত নেতাদের বিবৃতিতে বলা হয়, ‘বিডিআর হত্যা, ৫ মে শাপলা চত্বর ও ২০২১ সাল এবং ২০২৪ সালে ছাত্র–জনতার ওপর গণহত্যার দায়ে আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। তাদের এখনো নিষিদ্ধ না করায় আওয়ামী ফ্যাসিবাদ একের পর এক প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। ছাত্র–জনতার বিপ্লবকে আরও সংহত করে সফল করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো বিকল্প নেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *