মীর জুমলা সড়ক আবারও অবৈধ দখলে

জনদুর্ভোগ জেলাজুড়ে

বারবার উচ্ছেদ অভিযানের পরও আবারও দখলে চলে গেছে নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক। দিগুবাবুর বাজারের ভেতর দিয়ে যাওয়া পুরো রাস্তাজুড়ে বসেছে শতাধিক অস্থায়ী দোকান।

কখনো এই সড়ক দিয়ে বাস চলাচল করলেও বর্তমানে সকাল থেকেই কাঁচা সবজি, মাছ, মুরগি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এর সঙ্গে সড়কজুড়ে জমে থাকে ময়লা-আবর্জনা। ফলে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

গণঅভ্যুত্থানের মুখে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যেই রাস্তা আবারও দখলে চলে যায়।

ক্রেতারা অভিযোগ করেছেন, রাস্তার ভেতর বাজার বসায় হাঁটা-চলা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্রেতাদেরও বলতে শোনা যায়, মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট এসে উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পর আবার আগের মতো দোকান বসে যায়।

ব্যবসায়ীরা দাবি করেছেন, তারা যাদের কাছ থেকে জায়গা ভাড়া নিয়েছেন তারা সিটি করপোরেশন থেকে ইজারা নিয়েছেন বলে জানিয়েছে। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজার কর্মকর্তা মো. জাহিরুল আলম জানিয়েছেন, মীর জুমলা সড়ক ইজারা দেওয়া হয়নি। বরং সড়কটি গাড়ি চলাচলের জন্য সংরক্ষিত। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে একাধিকবার উচ্ছেদ অভিযানও পরিচালনা করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর ইসলাম মিঞা বলেন, “সড়কটি দিয়ে যানবাহন চলাচলের জন্য আমরা একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি। যদি আবার দখল হয়, তবে আবারও অভিযান পরিচালনা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *