মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ইতিহাস জেলাজুড়ে সাহিত্য সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। শনিবার ছুটির দিনে লোকজ উৎসবে ছিল উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো নারী, পুরুষ ও শিশুরা মেলার আনন্দে মেতে ওঠে।

লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর এই মেলার আয়োজন করে। এবার মেলায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কারুশিল্প এবং খেলাধুলাকে নতুন করে সবার সামনে তুলে ধরা হয়েছে।

মেলায় রয়েছে ১০০টি স্টল, যেখানে বিভিন্ন পল্লী অঞ্চল থেকে আসা কারুশিল্পীরা তাদের তৈরি হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছেন। রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশিপাখা, সোনারগাঁয়ের কাঠের পুতুল ও নকশিকাঁথা, মুন্সিগঞ্জের শীতলপাটি এবং বান্দরবান ও রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য মেলার প্রধান আকর্ষণ।

এছাড়া পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী এবং নাগরদোলার মতো ঐতিহ্যবাহী বিনোদনের ব্যবস্থা দর্শনার্থীদের মুগ্ধ করছে। পাশাপাশি, গ্রামীণ খেলার মধ্যে রয়েছে হাডুডু, কাবাডি, ঘুড়ি উড়ানো এবং বউ সাজানো প্রতিযোগিতা।

মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত লোক সংগীত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলীয় লোক সংগীত ও লোকনৃত্যের পরিবেশনা করা হচ্ছে। এই আয়োজন লোকসংস্কৃতির রঙিন দিকগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে।

মেলায় আসা দর্শনার্থীরা কারুপণ্য কেনার পাশাপাশি ঐতিহ্যবাহী লোকজ বিনোদন উপভোগ করছেন। এক দর্শনার্থী বলেন, “এখানে এসে হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে দেখার সুযোগ পেয়েছি। নতুন প্রজন্মের জন্য এমন মেলা খুব গুরুত্বপূর্ণ।”

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, “প্রতি বছর আমরা চেষ্টা করি নতুন কিছু যুক্ত করার। আজ ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় দেখে খুব ভালো লাগছে। আশা করছি, মেলার শেষ পর্যন্ত এমন প্রাণবন্ত পরিবেশ বজায় থাকবে।”

মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই উৎসব সকল শ্রেণির মানুষের জন্য ঐতিহ্য, সংস্কৃতি এবং বিনোদনের এক অসাধারণ মিলনমেলা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *