আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরযুবদলের উদ্যোগে ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে মহানগর যুবদলেরআওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদেরনিয়ে প্রস্তুতি সভা করেন মহানগর যুবদল।
প্রস্তুতিসভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, আগামী২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নাএবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগরযুবদলের পক্ষ থেকে ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলেরউদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পিং, আলোচনা ও দোয়া মাহফিল, খেলাধুলা, দুস্থদেরমাঝে বস্ত্র ও খাবার বিতরণ হবে। স্ব স্ব ইউনিটের নেতাকর্মীদেরকে ঘোষিত কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করার আহ্বান করা হয়েছে।
এসময় দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদেরকে দিক–নির্দেশনা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তারা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায়প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেকযুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, মঞ্জুরুল আলম মুসা, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ–সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফিউদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল, আশিকুর রহমান অনি, মো. এরশাদ, কামরুল হাসান, অদুদসাগর, মিনহাজ মিঠু, হাবিবুর রহমান মাসুদ, সম্রাট হাসান সুজন, জুনায়েদ মোল্লা, কাজী সাদ্দাম, এ এইচ সৌরভ, মানিকবেপারী, মো. বাবুল মিয়া, মো. বাদশা, মো. শাকিল, শফিকুল ইসলাম শফিক, শাহীন শরীফ, আরিফ খান, পলাশ বেপারী, সজিব আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল কালু, আব্দুল হাকিম, রেজাউল করিম রেজা, মো. হারুন, মো. নুরুজ্জামান, মো. বাদশা, জহিরুল ইসলাম হারুন, মঞ্জু হোসেন, আরিফ চৌধুরী, আরিফ সাউদ, আব্দুল কাদির, সোহেল প্রধান, রাশেদুল ইসলাম রাশেদ, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মাহাবুবুর রহমান, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আব্দুল হাকিম, ইব্রাহীম, মো. জামান, সজিব, নিজাম উদ্দিন, সাগর মুন্সী, আব্দুররহমান প্রমুখ।