বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জেলাজুড়ে রাজনীতি সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জের ১-১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় ডাচবাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা মান্নান অনুসারীদের সোনারগাঁও জুড়ে চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী বলে উল্লেখ করেন এবং মান্নানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। এসব বিবেচনায় বক্তারা মান্নানকে অবিলম্বে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানান।

বক্তারা বলেন, আমরা চাইনা আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাসি ঠাট্টার বস্তু হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজ বলে, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে। তাছাড়া মান্নানের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই সংসদ নির্বাচনের জন্য। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়?

মানববন্ধন শেষে মান্নানের মনোনয়ন বাতিলে নানা স্লোগানে বিক্ষোভ র‌্যালি বের করে নেতাকর্মীরা। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে শুরু করে সানারপাড় মোড় গিয়ে শেষ হয়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১-১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *