বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াতের বিরুদ্ধে মামলা

ক্রাইম জেলাজুড়ে ঢাকা ফতুল্লা সারাদেশ

নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বাদী রাজিয়া সুলতানা ও তার পরিবারের উপর প্রকাশ্যে হামলার ৪৮ ঘণ্টা পর ফতুল্লা মডেল থানা মামলা গ্রহণ করেছে।মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন রাজিয়া সুলতানা।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। এছাড়া ইসমাইল (৪৬), সাখাওয়াতের সহকারী হিরন (৩৮), শাহালম, টিটু, রাসেল বেপারী, জুনিয়র আইনজীবী আলামিন, খোরশেদ ও বিল্লালসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রাজিয়া সুলতানার অভিযোগ, তার স্বামী ইরফান মিয়া ব্যবসায়ী ইসমাইলের কাছে ২৫ লাখ টাকার পাওনা দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। সেই টাকা না দেয়ার পাশাপাশি ইসমাইল তাদের হুমকি দিতে থাকে। এ ঘটনায় আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়, যা আসামিপক্ষের হয়ে লড়ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার আদালতে হাজিরার সময় সাখাওয়াতের নির্দেশে তার সহযোগীরা রাজিয়া সুলতানা, তার স্বামী ইরফান মিয়া (৫০) এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫)-এর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং সাখাওয়াত হোসেনের নাম বাদ দিতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর মঙ্গলবার রাতে পুলিশ মামলা গ্রহণ করে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থীর ইন্ধনে এ ঘটনা সাজানো হয়েছে। আমার সঙ্গে বাদী পক্ষের কোনো যোগাযোগই ছিল না। এটি আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা।’

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাজিয়া সুলতানা মামলা করেছেন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “পাল্টাপাল্টি একাধিক অভিযোগ জমা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখেছি। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *