বাসভাড়া কমানোর দাবিতে ডিসিকে ৪০২ আইনজীবীর স্মারকলিপি

জেলাজুড়ে

নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া কমানো এবং ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার আইনজীবীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।

৪০২ জন আইনজীবীর স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেয়া কালে উপস্থিত ছিলেন জেলা বারের সাবেক সভাপতি এড. শাখাওয়াৎ হোসেন খান, এড. জিয়াউল ইসলাম কাজল, এড. জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. জাহিদুল হক দীপু, এড. প্রদীপ ঘোষ বাবু, এড. সালাউদ্দিন সবুজ, এড. মো. নাজিম উদ্দিন শেখ প্রমুখ।

স্মারকলিপিতে দাবি জানানো হয়, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসি বাসের ভাড়া ৬৫ টাকা করা।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *