Narayanganj Express

বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ

সদর

বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি পালন করে সড়কে বিক্ষোভ করেছে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পাশে ১নং রেলগেইট এলাকায় অবস্থিত ‘রাসেল গার্মেন্টস’ এর পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে এ কর্মবিরতি পালন করে। এ সময় দীর্ঘ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং জনদূর্ভোগের সৃষ্টি হয়।

পরে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক রাসেল গার্মেন্টসের মালিক মো. আক্কাস উদ্দিন মোল্লার সাথে সাক্ষাৎ করেন। এরপর মালিকের আশ্বাসে শ্রমিকরা আবার কাজে ফিরে যায়।

এরপর বিকেলে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিগত মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করেন মালিক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *