নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবি-সহ কারখানার বন্ধের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেইটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন। এই কারখানায় কয়েক শ’ শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাটাই করে। আর শ্রমিক ছাটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুজিয়ে দেয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে। এমনকি কারখানার ভেতরে ক্যান্টিন না দিয়ে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এছাড়াও সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেইটের সামনে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। মালিকের কঠিন এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে।
তারা আরো জানায়, কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এছাড়াও মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানিসহ হুমকি দেয়া হয়।