ফতুল্লায় শামীম ওসমানসহ ৪৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আইন আদালত ফতুল্লা রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৯২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) মো. রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এসময় তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে আনি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *