নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় রাশিদা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা রিয়াদ হোসেনের স্ত্রী।
ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে বাজার করে বাড়ি ফেরার পথে একটি ট্রাক রাশিদাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।