প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

জাতীয় ঢাকা রাজনীতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দুপুর ১২টার দিকে যমুনা থেকে বের হয়ে আসে বিএনপির প্রতিনিধিদলটি। সেখানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে চাপ বাড়ছে। বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে। এরই মধ্যে বিএনপির এই তিন বড় নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়টি তাই ঔৎসুক্য তৈরি করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *