মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

পূর্বাচলের লেকে ভাসছিল অজ্ঞাত কিশোরীর মরদেহ

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী৷

এর আগে সকাল আটটার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন৷ পরে তারা পুলিশে খবর দেন৷

নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর এবং লেকের পাশে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি৷

“প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি৷ মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন৷”

দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনোর কথা জানান এ পুলিশ কর্মকর্তা৷

তবে, বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি৷

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাতখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ৷

সর্বশেষ - জেলাজুড়ে