সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
জানুয়ারি ২০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আজকে বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেওয়া হবে।”

র‍্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সোমবার ( ২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আজকে বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “পোশাকের সাথে মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে হবে। দুর্নীতি বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের পোশাক-লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে।”

এছাড়া সভায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এজন্য বিজিবেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সময় বিজিবি সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেল ব্যবহার করতে পারেনি। এর কারণ বিজিবির কাছে এসব ছিল না। বিজিবির কাছে লেথাল উইপন ছিল, কিন্তু সেটা ব্যবহার করতে পারেনি। এজন্য বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের পারমিশন দিয়েছি। খুব তাড়াতাড়ি এসব কেনা হবে। কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই, বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে। বৈঠকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করা হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত অভিযোগ করছে বাংলাদেশ উসকানি দিচ্ছে। আমরা অভিযোগ করেছি যে তারা উসকানি দিচ্ছে।

অনুমোদন ছাড়া বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কুলার দিয়ে জানানো হয়েছে যে অনুমোদন ছাড়া কোনো বিদেশি বাংলাদেশে অবস্থান করতে পারবে না। ৩১ জানুয়ারি পর্যন্ত যাদের অনুমোদন নেই, তারা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।

উপদেষ্টা বলেন, গত বছরের ৩০ অক্টোবর তারিখে দেশে অবৈধ বিদেশি ছিলেন ৪৯ হাজার ২২৬ জন। গত ১৮ জানুয়ারি তারিখে সেটি কমে দাড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জনে। গত ১৪ জানুয়ারি পর্যন্ত ১০ লাখ ৫৩ হাজার টাকা এ খাতে জরিমানা করে রাজস্ব পেয়েছে সরকার।

তিনি বলেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বিদেশিদের কাজে অন্তর্ভুক্ত করতে চাইলে অনুমোদন নিতে হবে। যারা অনুমোদন ছাড়া বিদেশিদের দিয়ে কাজ করাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন দরকার আছে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে।

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

খেলা হবে বলে যারা ভয় দেখাতেন তারা না খেলেই পালালেন : মামুন মাহমুদ

কৌশলী আওয়ামী লীগ, জামিনে চুপ নেতাকর্মীরা

সোনারগাঁয় চালককে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

অন্তর্বর্তী সরকারকে মামুন মাহমুদ ‘মানুষকে ভোটের অধিকার ফিরে পাওয়ার ব্যবস্থা করুন’

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে সাত টুকরো করে হত্যার ঘটনায়, বান্ধবী গ্রেফতার

আসামি

নারায়ণগঞ্জ সদর থানার ওসিসহ ৩ পুলিশ ক্লোজড

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

নারায়ণগঞ্জ

ডেঙ্গুর প্রকোপে জনস্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা: গণসংহতি

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৫শ বাড়ীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন !