নতুন আইলপাড়া সমাজ কল্যাণ পরিষদ কমিটির প্রধান উপদেষ্টা মরহুম ফারুক আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া বালুর মাঠে খেলা উদ্বোধন করেন মরহুম ফারুক আহাম্মদের সুযোগ্য পুত্র সরকারী তোলারাম বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাদশা খান, আরমান হোসেন,যুবদল নেতা ফখরুল ইসলাম সুজন, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান সুমন , মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা বাবু,সহ-সাধারণ সম্পাদক মো: রাসেল, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল নিশাত ,সাবেক সভাপতি শোয়েব হাওলাদার , তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম,ফতুল্লা বিএনপি নেতা নাজমুল হক ,শ্যামল হাসান ,আরিফ হোসেন, জাহিদ হাসা সহ স্থানীয় বিএনপির কর্মী জাকির হোসেন, মো: শিপন, সেলিম, তোফাজ্জল ও অন্যান্য।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম ফারুক আহম্মেদ স্মৃতি পরিষদের সভাপতি ডিএইচ বাবুল। তিনি পরিশেষে সকলের সুখ শান্তি ও বৃদ্ধির লক্ষ্যে এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ফেরদৌস আলম রাজিব ও তন্ময়। উদ্বোধনী অনুষ্ঠানটি তরুনদের প্রাণবন্ত উপস্থিতিতে উচ্ছ্বাসমুখর হয়ে ওঠে। খেলাধুলার প্রতি সকলের আগ্রহ ও অংশগ্রহণ এ আয়োজনকে আরও সফল ও স্মরণীয় করে তোলে।