মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. ! Без рубрики
  2. 1
  3. AI News
  4. FinTech
  5. IT Вакансії
  6. IT Образование
  7. names
  8. new
  9. New Post
  10. nlu vs nlp
  11. rokubet
  12. smart ai chat
  13. Software development
  14. Финтех
  15. অন্যান্য

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে  অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
অতঃপর দুপুর ১২.৩০ ঘটিকায় জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলামকে পুরস্কৃত করেন।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলাজুড়ে