বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

নারায়ণগঞ্জে ৪ ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
ডিসেম্বর ১১, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম এই অভিযান পরিচালনা করে।

জরিমানা করা ইটভাটাগুলো হলো: কেওঢালা বাগ‌দোবা‌ড়িয়া এলাকার মেসার্স আনন্দ ব্রিকস, মেসার্স আওলাদ ব্রিকস, কামতাল হালুয়াপাড়া এলাকার মেসার্স হাজী রিয়াজউদ্দিন ব্রিকস ও শাস‌নেরবাগ বারপাড়া এলাকার মেসার্স বন্ধু ব্রিকস।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু দূষণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ - জেলাজুড়ে