নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একই পরিবারের ৩ সদস্য গ্রেফতার

ক্রাইম সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।
বুধবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তাদের ছেলে মো. নাহিদ আলম (২২)।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতাররা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতরের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় একইপরিবারের তিনজনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। এরপরই তারা আত্মগোপনে চলে যান। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বুধবার রাতে মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *