নারায়ণগঞ্জে পোস্টাল ভোটার ২৩ হাজার ৪৫৭ জন

আড়াইহাজার জেলাজুড়ে ফতুল্লা বন্দর রূপগঞ্জ সদর সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ২৩৪৫৭ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে অনুমোদন পেয়েছেন ২৩২৫৭ জন ভোটার। অনুমোদিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৮৪২৯ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫০২৮জন। সেই সাথে অনুমোদনের অপেক্ষায় আছেন নিবন্ধন করা ২০০ জন ভোটার।

নির্বাচন কমিশন (ইসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটারদের সর্বশেষ নিবন্ধন অনুযায়ী এই তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে বলা হয়, এ তালিকায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত বছরের নভেম্বর মাসের ১৯ তারিখ। তফসিল ঘোষণার পর দেশেও নিবন্ধন শুরু হয়। এই কার্যক্রম শেষ হবে আজ সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, আজ ২৫ ডিসেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কারণ এরপরে তাদের কাছে মেইল পাঠানো সম্ভব হবে না।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে নির্বাচন কমিশন (ইসি); যা এখনো চলমান।

আগামী ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপ-এর মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট হতে ভোটারগণ অবগত হবেন।

ভোট প্রদানের জন্য ভোটারগণ ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ-এ লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করবেন।

ভোটিং সিস্টেমের পলিসি অনুযায়ী, প্রবাসীদের কেউ যদি (আগে থেকে প্রার্থীর বিষয় নিশ্চিত হয়ে) প্রতীক বরাদ্দের আগে ভোট দেন সেক্ষেত্রে তার ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থী দেখে ভোট দেবেন প্রবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *