নারায়ণগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

সদর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনের উদ্যোগে আনন্দ র‍্যালি।

৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ টার সময় নারায়ণগঞ্জ মিশনপাড়া এলাকা হতে মহানগর ছাত্র দলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজাদা আলম রতনের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি মিশনপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ ২ নং রেলগেট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়,পরে সেখানে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।
এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় তারা। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *